সাভারে মাহবুবুর রহমান (৫০) নামের এক ট্যানারি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল ৭টায় হেমায়েতপুর বিসিক শিল্প নগরীর মুক্তি ট্যানারির ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহবুব লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার মৃত মৌলভী আব্দুর রহমানের ছেলে।
শ্রমিকরা জানায়, শনিবার ভোর সকাল ৬টার দিকে তারা কাজে যোগদান করার সময় মুক্তি ট্যানারি দ্বিতীয় তলায় জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাহবুবের মরদেহ দেখতে পান।
পুলিশ জানায়, নিহত মাহবুব দীর্ঘদিন ধরে দেনায় জর্জরিত ছিল। দেনা পরিশোধের জন্য তার একটি জমি ব্যাংকে মর্টগেজ রাখা হয়েছিল। সম্প্রতি সেটিও নিলাম হয়ে যাওয়ায় পারিবারিকভাবে হতাশাগ্রস্ত থাকায় আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:
হাট কাঁপাতে আসছে ‘বিগ বস’, ওজন সাড়ে ১২০০ কেজি
করোনায় খুলনা বিভাগে আরও ৩২ জনের মৃত্যু
সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে
যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এলো
এ ব্যাপারে সাভার বিসিক শিল্প নগরীর ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
news24bd.tv নাজিম