লকডাউনে খাদ্য সংকটে পিরোজপুরের শ্রমজীবি ও নিম্নআয়ের মানুষ

Other

দেশে চলমান এক সপ্তাহের লকডাউনের দুদিন যেতে না যেতেই খাদ্য সংকট দেখা দিয়েছে পিরোজপুর জেলার শ্রমজীবী মানুষের মাঝে। ফলে অনেকেই আয়ের উদ্দেশ্যে বেড়িয়ে পড়ছেন রাস্তায়; মানছেন না বিধিনিষেধ।  

তাদের কেবল একটাই প্রশ্ন, কিভাবে হবে খাবার সংকটের সমাধান? জীবন বাঁচাতে সরকারের সহযোগিতার দিকেই চেয়ে আছেন শ্রমজীবী মানুষেরা। আর জেলা প্রশাসন বলছে, প্রায় ৩৩লাখ টাকা সরকারি বরাদ্দ এসেছে খাদ্য সহায়তায়।

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশের মত পিরোজপুরেও কঠোর ভাবে পালিত হচ্ছে সাত দিনের কঠোর লকডাউন। জেলার ০৭ টি উপজেলায় বসানো হয়েছে চেকপোস্ট। কড়া নিরাপত্তার কারণে চেকিং চলছে মোড়ে মোড়ে। পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে অলিগলিতে।

জরুরি প্রয়োজন ছাড়া যেতে পারছে না কোনো যানবাহন। বন্ধ রয়েছে সকল দোকানপাট।

এদিকে কঠোর লকডাউনের ফলে বিপাকে পড়েছেন জেলার নিম্নআয়ের মানুষ। পরিবারের মুখে খাবার দিতে বেড়িয়ে পড়ছেন রাস্তায়; মানছেন না কেনো বিধিনিষেধ। যদিও এতে লাভ হয়নি খুব একটা। টিকে থাকতে সরকারি সহায়তা চান তারা।

এদিকে, জেলা প্রশাসন জানায়, পিরোজপুর জেলায় ইতিমধ্যে ৩২লাখ ৯১ হাজার ৫০০টাকা সরকারি বরাদ্দ এসেছে। শিগগিরি নিম্ন আয়ের মানুষদেও মাঝে তা বিতরণ করা হবে। জেলা প্রশাসন আরও বলছে ৩৩৩ নাম্বারে কল দিয়ে খাদ্য সহযোগিতা চাওয়া হলে দ্রুতই পৌঁছে যাবে খাদ্য সামগ্রী।

আরও পড়ুন:


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের সর্বশেষ তথ্য

সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে

যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এলো

নাটোরের ৩ লাখ ৩৫ হাজার গবাদি পশু অনলাইনে বিক্রির প্রস্তুতি


news24bd.tv / কামরুল