গাজা-বিক্ষোভ ‘রাষ্ট্রীয় যুদ্ধ’: ইসরাইল

গাজা-বিক্ষোভ ‘রাষ্ট্রীয় যুদ্ধ’: ইসরাইল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজা উপত্যকায় বিক্ষোভ-প্রতিবাদকে ‌‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে গণ্য করা হবে এবং সেই যুদ্ধের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার তেল আবিবের রয়েছে বলে ইসরাইল জানিয়েছে। সম্প্রতি বিক্ষোভ কর্মসূচির প্রতি ইঙ্গিত করে ইসরাইল একথা বলেছে। ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা এ খবর দিয়েছে।

বিক্ষোভে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি সেনারা।

হারেৎজ জানিয়েছে, ইসরাইল মনে করছে চলমান ‘মার্চ অব রিটার্ন’ কর্মসূচিকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শত্রুতামূলক তৎপরতা হিসেবে গণ্য করছে।

কয়েকটি মানবাধিকার সংগঠন ইসরাইলের হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছে যাতে তারা অভিযোগ করেছে যে, সশস্ত্র সংঘর্ষের সময় ইসরাইলি সেনারা মানবাধিকার আইন মানছে না। এর জবাবে ইসরাইল বিক্ষোভ-প্রতিবাদকে রাষ্ট্রীয় যুদ্ধ হিসেবে গণ্য করার কথা বলল।

উল্লেখ্য, গত ৩০ মার্চ থেকে গাজা উপত্যকার প্রতি শুক্রবার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ করে আসছেন ফিলিস্তিনিরা।

নিজেদের মাতৃভূমিতে ফেরার জন্য ‘মার্চ অব রিটার্ন’ কর্মসূচি পালন করছেন। ইসরাইলের সংসদ নেসেট গত সোমবার একটি আইন পাস করেছে যাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর