জিয়া-খালেদা-এরশাদ একই বৃন্তের কয়েকটি ফুল

জিয়া-খালেদা-এরশাদ একই বৃন্তের কয়েকটি ফুল

অনলাইন ডেস্ক

একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী এক সেনা শাসকের পকেট থেকে যে দলের সৃষ্টি তারা গণতন্ত্রের কি বুঝে? কোন গণতন্ত্র শিখাবে? তারা কি গণতন্ত্র শেখাবে আমাদেরকে? আজ তাদের মুখেই শুনতে হয় গণতন্ত্রের সংজ্ঞা। যাদের জন্মই হয়েছে অবৈধভাবে, কুর্দি পরে।

জিয়া-খালেদা-এরশাদ একই বৃন্তের কয়েকটা ফুল।

আজ শনিবার দুপুরে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন হয়।

এর আগে সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

আরও পড়ুন

ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন বাইডেন

জাপানে ভূমিধস: কাদা মাটির তোড়ে ধ্বংস ঘর-বাড়ি

সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে

যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এলো

news24bd.tv/এমিজান্নাত