সিলেটে বেড়েই চলছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আরও ২০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় আরও একজনের মৃত্যু হয়েছে। আর করোনামুক্ত হয়েছেন ৫৬ জন রোগী।
শনিবার (৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, করোনা শনাক্ত ২০৩ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১০ জনের পজিটিভ ধরা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ হবিগঞ্জে ৩৫ জন। এছাড়া, সুনামগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ২৩ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন:
মগবাজারে বিস্ফোরণ মামলার তদন্তভার পেল সিটিটিসি
হাট কাঁপাতে আসছে ‘বিগ বস’, ওজন সাড়ে ১২০০ কেজি
করোনায় খুলনা বিভাগে আরও ৩২ জনের মৃত্যু
সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। তাদের সকলেই সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৭৩ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১৬ জন ভর্তি রয়েছেন।
বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৮৬ জন। এর মধ্যে সিলেটে ১৭ হাজার ৫৩১ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৮১৬ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে।
news24bd.tv নাজিম