টিকা নিয়ে দেশবাসীকে দুশ্চিনা না করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে এবং সবাই বিনামূল্যে টিকা পাবে। সংসদে বাজেট অধিবেশেনের সমাপনী ভাষনে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, মানুষ সরকারী নির্দেশনা মেনে চললে করোনার সংক্রমণ এত ভয়াবহ হতো না।
শেষ হলো সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশন।
ভাষনে দেশজুরে করোনার ব্যপক সংক্রমণের কথা উল্লেখ করে সবাইকে স্বাস্থ্য বিধি মেন চলার পরমর্শ দেন সংসদ নেতা।
প্রধানমন্ত্রী বলেন, গণটিকা কার্যক্রম অব্যাহত রাখতে সম্ভাব্য সকল উৎসের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার।
মহামারীর মধ্যে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না, এমন আভাস পাওয়া গেল প্রধানমন্ত্রীর বক্তব্যে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মানুষের গণতান্ত্রিক অধিকার বিশ্বাস করে। তিনি বলেন বাংলাদেশে অবৈধ ক্ষমতা দখল, ভোট চুরি আর গুম খুনের সংস্কৃতি চালু করে বিএনপি প্রতিষ্ঠাতা জিযাউর রহান। তাই, সেনা ছাউনি থেকে তৈরি হওয়া দলটির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
আরও পড়ুন
জিয়া-খালেদা-এরশাদ একই বৃন্তের কয়েকটি ফুল
জাপানে ভূমিধস: কাদা মাটির তোড়ে ধ্বংস ঘর-বাড়ি
সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে
যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এলো
news24bd.tv/এমিজান্নাত