করোনায় কোরবানির পশু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা

Other

করোনা পরিস্থিতির কারণে গরুর হাট বন্ধ থাকায় পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। ঈদ এগিয়ে এলেও ব্যাপারীদের দেখা মিলছে না খামারগুলোতে। ফলে মুনাফাতো দূরের কথা, এখন পুঁজি উঠে আসা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে তাদের মধ্যে।  

তবে জেলা প্রশাসক বলছেন, শিগগিরই অনলাইনে গরু বেচাকেনার ব্যবস্থা করবেন তারা।

 

কোরবানির ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় ৩০ হাজার ৪৮৬টি গরু ও ২৫ হাজার ৯১৫টি ভেড়া ও ছাগল প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করেছেন খামারিরা। কিন্তু লকডাউনের কারণে পশুর হাট বন্ধ থাকায় এসব পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় তারা।  

এমনকি ন্যায্য দাম পাবেন কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে তাদের মাঝে। অনলাইনেও তেমন সাড়া পাননি তারা।

এদিকে, খামারিদের সহযোগিতায় অনলাইনে গরু বিক্রির ব্যবস্থা করার কথা জানালেন সাতক্ষীরার জেলা প্রশাসক।

জেলা প্রাণি সম্পাদ অধিদপ্তরের তথ্য মতে এবছর ২৩২ কোটি টাকার কোরবানির পশু উৎপাদন করেছেন খামারিরা। করোনা পরিস্থিতির কারণে পশুপালনকারীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানান তারা।

ঈদুল আযহাকে সামনে রেখে সাতক্ষীরায় ১১ হাজার ৪৫০টি খামার ও ৫৬ হাজার ৪০১টি পশু প্রস্তুত করা হয়েছে।

news24bd.tv নাজিম