মোজার দূর্গন্ধ দূর করার ৫টি টিপস

মোজার দূর্গন্ধ দূর করার ৫টি টিপস

অনলাইন ডেস্ক

মোজায় দুর্গন্ধ হওয়া একটা কমন সমস্যা অনেকেরই। যাদের পায়ে এমন গন্ধ হয়, কিছু বিষয় মেনে চললে সহজেই এই গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

চলুন সেগুলো একটু জেনে নেই:
 
১. জুতার মধ্যে সামান্য বেকিং সোডা লাগিয়ে নিন। পরদিন জুতার ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন।

দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতার ক্ষেত্রে কখনো বেকিং সোডা ব্যবহার করবেন না।

২. ব্যবহৃত মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরদিন সেই মোজায় দেখবেন কোনো গন্ধ নেই।

৩. জুতার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতা পরুন। গন্ধ একেবারে নেই হয়ে যাবে।

আরও পড়ুন:


হাট কাঁপাতে আসছে ‘বিগ বস’, ওজন সাড়ে ১২০০ কেজি

করোনায় খুলনা বিভাগে আরও ৩২ জনের মৃত্যু

সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে

যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এলো


৪. স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারা রাত। এতে করে জুতার দুর্গন্ধ দূর হবে।

৫. কয়েকটি লবঙ্গও ফেলে রাখতে পারেন। এ ছাড়া ব্যবহৃত টি ব্যাগ জুতার মধ্যে রেখে দিন। ঘণ্টাখানেক পর টি ব্যাগ সরিয়ে ফেলুন।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক