মিয়ানমারের ২২ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

মিয়ানমারে সামরিক অভুত্থানের সময় নৃশংসতা চালানো এবং সামরিক সরকারের সঙ্গে যুক্ততার অভিযোগে দেশটির ২২ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর।

এ নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের সামরিক সরকার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের তিন প্রতিনিধি ও সেনাবাহিনীর নিয়োগপ্রাপ্ত চার মন্ত্রীসহ ওই ২২ জনের সম্পদ জব্দ করা হবে। এর আগে গেলো মে মাসে এই নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে ঘোষণা দিয়েছিলো ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি নির্বাহী আদেশের আওতায় মিয়ানমারের পরিস্থিতির কারণে দেশটির ২২ জনের সম্পদ জব্দ করা হবে।

 

এস.এ.সি’র তিন প্রতিনিধি ও সেনাবাহিনীর নিয়োগপ্রাপ্ত চার মন্ত্রী বাদে নতুন নিষেধাজ্ঞায় থাকা অন্য ১৫ জন হচ্ছেন ইতিপূর্বে নিষেধাজ্ঞার তালিকায় থাকা সেনা কর্মকর্তাদের সন্তান ও স্বামী বা স্ত্রী। এর পাশাপাশি মিয়ানমারের চারটি বাণিজ্যিক কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেনাবাহিনীকে অর্থ জোগান দেওয়াসহ নানা সহায়তা প্রদানের অভিযোগ রয়েছে।

news24bd.tv/আলী