বেনাপোলে সাড়া ফেলেছে ৩৮ মন ওজনের গরু ‘বস’

অনলাইন ডেস্ক

যশোরের বেনাপোল শহর থেকে ৪ কিলোমিটার দূরে রঘুনাথপুর গ্রামে বেনাপোলের বস নামে একটি গরু এলাকায় সারা ফেলেছে।

কালো রঙের গরুটিকে ৫ বছর ধরে সন্তানের মত লালন পালন করে আসছেন রঘুনাথপুর গ্রামের কৃষক আকরাম ও তার স্ত্রী। যার ওজন ৩৮ মন। আসছে কুরবানিতে গরুটির দাম হাকিয়েছেন ৩৫ লাখ টাকা।

 

কৃষক আকরাম আলীর দাবি, গত ৫ বছর ধরে দেশিয় উপায়ে  খৈল, গম, ভুট্টা, বুট ও ছোলার ভুষি, খুদের ভাত, খড়, নেপিয়ার ঘাস ও কুড়া খাওয়ানোর মধ্যদিয়ে বসকে লালনপালন করেছেন। বিশাল আকারের এই বেনাপোলের বসকে দেখতে কৃষক আকরামের বাড়ীতে ভীড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।

news24bd.tv/আলী