দাদার মৃত্যুর একঘণ্টা পর মারা গেলেন কলেজ প্রভাষক নাতিও

দাদার মৃত্যুর একঘণ্টা পর মারা গেলেন কলেজ প্রভাষক নাতিও

অনলাইন ডেস্ক

দাদা মো. তাজল ইসলামের (৮০)  মৃত্যুর একঘণ্টা পর কলেজ প্রভাষক নাতি মো. জাবেদ হোসাইন হারুনের (৩৮) মৃত্যু হয়েছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে দাদা মো. তাজল ইসলাম (৮০) বার্ধক্যজনিত রোগে মারা যান। দাদার মৃত্যুর প্রায় একঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে নাতি জাবেদ হোসাইনের মৃত্যু হয়।

লক্ষ্মীপুরের কমলনগরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দাদা-নাতি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চর লরেন্স এলাকার পাটোয়ারী বাড়ির বাসিন্দা। জাবেদ মুন্সীগঞ্জের বিক্রমপুর টঙ্গীবাড়ি ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।  

স্বজনরা জানান, দাদা তাজল ইসলাম দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।   নাতি জাবেদ বিকালে হৃদরোগে আক্রান্ত হন।

  দ্রুত তাকে লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, সোয়া ৮টার দিকে বাড়িতে দাদা ইন্তেকাল করেন। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে কলেজ প্রভাষক নাতি জাবেদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

news24bd.tv/আলী