ভারত মহাসাগরে ইসরাইলি কার্গো জাহাজে হামলা

ভারত মহাসাগরে ইসরাইলি কার্গো জাহাজে হামলা

অনলাইন ডেস্ক

উত্তর ভারত মহাসাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে ‘অজ্ঞাত অস্ত্র’ দিয়ে হামলা চালানো হয়েছে। এতে করে ওই কার্গো জাহাজে আগুন ধরে গেছে। জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে শনিবার হামলার শিকার হয়।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল নির্ভরযোগ্য অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি।   

কার্গো জাহাজটি ইসরাইলি মালিকানাধীন হলেও তেল আবিব দাবি করেছে, এটিতে ইসরাইলি কোনো ক্রু নেই। ওদিকে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেল জানিয়েছেন, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি।

আরও পড়ুন


হীরার নেকলেসে টাটার রক্ষা ও শক্ত মন্ত্রীর কথা

রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থেমে থেমে চলবে সারাদিন

টাইব্রেকারে সুয়ারেজদের হারিয়ে সেমিতে কলম্বিয়া

রাজধানীতে শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতন, দম্পতি আটক


এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল।

এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরাইলি জাহাজ হামলার শিকার হয়।

news24bd.tv এসএম