ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদত্যাগের দাবিতে আন্দোলন

ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদত্যাগের দাবিতে আন্দোলন

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের টিকা কেনার চুক্তিতে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে। এর সূত্র ধরে স্থানীয় সময় শনিবার ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরো শহরে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ।

এবিসি নিউজ জানায়, করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে পাঁচ লক্ষাধিক মানুষ মারা যাওয়ার ঘটনায় জাইর বলসোনারের নীতিকেই দায়ী করছেন দেশটির সাধারণ জনগণ। করোনা প্রতিরোধ করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


আরও পড়ুন:

কোপার সেমিফাইনালে কোন দল খেলছে কাদের বিপক্ষে

পরীমণির ‘অভিনয়ে’ বড় রকমের ভিকটিম হলাম: নাসির

উবানের ভাষায় তোফায়েল আহমেদ জন্মগতভাবেই অকৃত্রিম

গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু


এবার ভারতের তৈরি করোনা টিকা কেনার ব্যাপারে চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিক্ষুব্ধ জনতা। এমনকি সে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে জাইর বলসোনারোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

news24bd.tv / নকিব