যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

Other

গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৭ জন। এর ভেতর করোনা আক্রান্ত হয়ে রেডজোনে ৭ জন ও উপসর্গ নিয়ে ইয়লোজোনে ১০ জন মারা গেছে।  

গতকাল মারা গিয়েছিল ১৫ জন। এ নিয়ে দুইদিনে মারা গেল ৩২ জন।

আজ নতুন করে আক্রান্ত হয়েছে ১৯৫ জন। ৫২৭ টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্ত হয়।  

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ২১৬ জন। যার ভেতর রেড জোনে ১২১ জন ও ইয়লোজোনে ৯৫ জন।

এমন পরিস্থিতিতে হাসপাতালে রোগী নিয়ে বিপাকে কর্তৃপক্ষ। তারা বলছেন, স্বল্প জনবলদিয়ে তাদের চিকিৎসা দিতে সমস্যায় পড়তে হচ্ছে। এদিকে হাসপাতালে বেড না থাকায় রোগীদের মেঝ, বারান্দায় থাকতে হচ্ছে।  

করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশের নেতৃত্বে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। যারা আইন মানছেন না তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমান আদালত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন


খুলনার তিন হাসপাতালে আজও ১৫ জনের মৃত্যু

৮৫ আরোহী নিয়ে ফিলিপাইনে উড়োজাহাজ বিধ্বস্ত

মুসলিম যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিল গেটসের মেয়ে

‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা আর নেই


news24bd.tv / কামরুল