রোনালদোকে টপকে গেলেন মেসি, সামনে এখন পেলে

রোনালদোকে টপকে গেলেন মেসি, সামনে এখন পেলে

অনলাইন ডেস্ক

কোপা আমেরিকায় সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। আজ সকালে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে জেতাতে নিজের সেরা রূপটা দেখিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

দুই সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন, নিজে করেছেন ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল। সে গোলেই পেলের রেকর্ডের একদম কাছে চলে গিয়েছেন।

আর এক গোল করলেই দক্ষিণ আমেরিকা অঞ্চলে সর্বোচ্চ গোলদাতা পেলেকে ছুঁয়ে ফেলবেন এই আর্জেন্টাইন।

টুর্নামেন্টে এখন পর্যন্ত চারটি গোল করেছেন মেসি। সেই সঙ্গে জাতীয় দল ও ক্লাবের হয়ে ফ্রি-কিক থেকে গোলের রেকর্ডে চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে গেলেন এলএমটেন।

ক্লাব ও দেশের হয়ে সরাসরি ফ্রি-কিক থেকে ৫৭ গোল নিয়ে একই চেয়ার ভাগাভাগি করছিলেন মেসি-রোনালদো।

ইকুয়েডরের বিপক্ষে ফ্রি-কিক থেকে ৫৮তম গোলটি করে সেই আসনটি এখন নিজের করেন নিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। এই গোলেই নিজের আন্তর্জাতিক গোলের সংখ্যা ৭৬-এ তুলে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। দক্ষিণ আমেরিকা অঞ্চলে তার সামনে শুধু একজন, তিনি পেলে। তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের হয়ে ৭৭ গোল করেছেন তিনি।

আরও পড়ুন


খুলনার তিন হাসপাতালে আজও ১৫ জনের মৃত্যু

৮৫ আরোহী নিয়ে ফিলিপাইনে উড়োজাহাজ বিধ্বস্ত

মুসলিম যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিল গেটসের মেয়ে

‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা আর নেই


কনমেবল অঞ্চলে ৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। ৭৬ গোল করতে মেসির লেগেছে ১৪৯ ম্যাচ।

হয়তো এবারের কোপাতেই কনমেবল অঞ্চলে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে থাকা পেলের রেকর্ড ভেঙে দিতে পারেন আর্জেন্টাইন তারকা। সেমিফাইনালে আকাশি-নীলরা মুখোমুখি হবে কলম্বিয়ার। সেই বাধা পেরোতে পারলেই ফাইনাল খেলবে আর্জেন্টিনা। ইতিহাসও হাতছানি দিয়ে ডাকছে মেসিকে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক