দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে: তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে: তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

অনলাইন ডেস্ক

প্রতিবেশি দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৭১ জনের। এ সময়ে মারা গেছেন ৯৫৫ জন।

দেশটিতে এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪৩৩ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ২ হাজার ৫ জন।


তবে আশার কথা হলো ভারতে টানা ২৭ দিন ধরে করোনাভাইরাস শনাক্তের হার ৫ শতাংশের নিচে অবস্থান করছে। যেখানে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা তা বোঝা যায় রোগী শনাক্তের হার দেখে। ভারতে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে শনাক্তের হার ৫ শতাংশ নিচে অবস্থান করছে।

সে হিসেবে দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেওয়া যায়।
  
এখন পর্যন্ত ভারতে সাড়ে ৩৫ কোটিরও বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় ঢেউ নিম্নমুখী হলেও কয়েক সপ্তাহের মধ্যে করোনার নতুন রূপ ডেল্টা প্লাস দেশটিতে সম্ভাব্য তৃতীয় ঢেউ ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

বিশ্বে আরও ৭ হাজার মৃত্যু

লকডাউনে চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

স্বাস্থ্যমন্ত্রীর ‘লজ্জা-শরম’ বলতে কিছু নেই: ফখরুল

রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতনের দায়ে স্বামী-স্ত্রী আটক

news24bd.tv/এমিজান্নাত