আবারও বিমান হামলা: শেষ কোথায়?

আবারও বিমান হামলা: শেষ কোথায়?

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার এ হামলা চালায় দখলদার বাহিনী। তবে এতে এখনো হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এ নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

চলতি বছরের মে মাসে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে চারবার বিমান হামলা চাললো দখলদার বাহিনী।

ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে তাদের দিকে আগুন বেলুন ছোড়া হয়েছিল। জবাবে হামাসকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। হামলার লক্ষ্যস্থান ছিল হামাসের অস্ত্রাগার।

তবে আগুন বেলুন হামলার ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানায়নি হামাস।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে: তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

বিশ্বে আরও ৭ হাজার মৃত্যু

লকডাউনে চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

স্বাস্থ্যমন্ত্রীর ‘লজ্জা-শরম’ বলতে কিছু নেই: ফখরুল

news24bd.tv/এমিজান্নাত