১১ জেলায় ১০২ মৃত্যু : কিছুতেই কমছে না করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার (ভিডিও)

অনলাইন ডেস্ক

গেল  ২৪ ঘণ্টায় দেশের ১১ জেলায় ১০৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীতে ১২, খুলনায় ১৫, কুষ্টিয়ায় ২১, সাতক্ষীরায় ৫, চুয়াডাঙ্গায় ৪, ময়মনসিংহে ১১, টাঙ্গাইলে ১১, বরিশালে ৪,   চট্টগ্রামে ৬,  বগুড়ায় ৫ ,  চুয়াডাঙ্গায় ৪ ও ঝিনাইদহে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশজুড়ে লকডাউন দিয়েও ঠেকানো যাচ্ছে না করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি। সেই সঙ্গে বেড়েছে মৃত্যু।

উত্তর, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী ও আশপাশের জেলাগুলোতে করোনার সংক্রমণ অপেক্ষাকৃত বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলোতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি কঠোর বিধিনিষেধ মেনে চলার কথা বলেছেন বিশেষজ্ঞরা। এছাড়া নমুনা পরীক্ষা, রোগী শনাক্ত এবং কন্টাক্ট ট্রেসিং করে ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্বরোপ করা হয়েছে।

আরও পড়ুন

দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে: তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

বিশ্বে আরও ৭ হাজার মৃত্যু

লকডাউনে চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

আবারও বিমান হামলা: শেষ কোথায়?

news24bd.tv/এমিজান্নাত