সাতক্ষীরায় ‌‘করোনায়’ পাঁচজনের মৃত্যু, শনাক্ত ১২৭

সাতক্ষীরায় ‌‘করোনায়’ পাঁচজনের মৃত্যু, শনাক্ত ১২৭

Other

সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ও বাকী চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

এনিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৫ জন।

আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৩৬৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৮ জনের নমুনা পরীক্ষা শেষে ১২৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৩৩ দশমিক ৫৯ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৮ জন।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৭৩ জন। এছাড়া বর্তমানে জেলায় ৮৮০ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।

এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৮৪৩ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।   এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ
হাসপাতালে আজ পর্যন্ত ২৪৩ জন ও বেসরকারীে হাসপাতালে আরো ১৪৪ জন ভর্তি রয়েছেন।

এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৫০ শয্যা এই হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৬৪ জন রোগী ভর্তি রয়েছেন। এ ফলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সম্পর্কিত খবর