ডাক্তার নার্সদের আরও দায়িত্বশীল হতে হবে: নবাগত ডিসি শামীম

ডাক্তার নার্সদের আরও দায়িত্বশীল হতে হবে: নবাগত ডিসি শামীম

Other

নাটোরের নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, যে কোনো মূল্যে করোনা মহামারী মোকাবেলা করতে হবে। আল্লাহপাক আমাদের পরীক্ষায় ফেলেছেন। সবাই যে যার অবস্থান থেকে স্বাস্থ্য বিধি মেনে দায়িত্ব পালন করলে এ পরিস্থিতির উত্তরন ঘটবে। সে জন্য ডাক্তার ও নার্সদের আরও দায়িত্বশীল হতে হবে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।  

তিনি হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ওয়ার্ড পরিদর্শনের সময় সাধারণ ওয়ার্ডের রোগীদেরও খোঁজখবর নেন। করোনা রোগীদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার তাগিদ দেন ডিসি শামীম আহমেদ। সেই সাথে জরুরি ভাবে খালি সিলিন্ডারগুলোতে অক্সিজেন রিফিল করার নির্দেশ দেন তিনি।

এ সময় ইউএনও মোহাম্মদ তমাল হোসেন, এসিল্যান্ড মোহাম্মদ আবু রাসেল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্স ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


স্বাস্থ্যমন্ত্রীর ‘লজ্জা-শরম’ বলতে কিছু নেই: ফখরুল

রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতনের দায়ে স্বামী-স্ত্রী আটক

যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ১৯ জনের মৃত্যু


news24bd.tv / কামরুল