রাস্তায় বের হওয়ায় রাজধানীতে গ্রেপ্তার ৬১৮

রাস্তায় বের হওয়ায় রাজধানীতে গ্রেপ্তার ৬১৮

অনলাইন ডেস্ক

করোনার সংক্রমণ ঠেকাতে চলমান ‘কঠোর লকডাউনের’ চতুর্থ দিনে বিধিনিষেধ না মেনে রাস্তায় বের হওয়ার অভিযোগে ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এছাড়া, ভ্রাম্যমাণ আদালত ১৬১ জনকে জরিমানা করেছেন ৫৪ হাজার ৪৫০ টাকা।

রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই গ্রেপ্তার এবং এই জরিমানা করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

সরকার ঘোষিত কঠোর লকডাউন চলাকালে বিধিষেধ না মানা ও অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শনিবার ১৮৪ জন ও শুক্রবার ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়। লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের সর্বশেষ তথ্য বলছে, চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও সরকারি নির্দেশনা অমান্য করায় ৪৯৬টি গাড়িকে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।

গত ৩০ জুন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছিলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে তাঁকে গ্রেপ্তার করা হবে, আনা হবে আইনের আওতায়।

যন্ত্রচালিত কোনো যানবাহন চলতে দেওয়া হবে না জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া। এ বিধি কার্যকর থাকবে সাত দিনের সর্বাত্মক লকডাউনের পুরোটা সময়।

news24bd.tv / তৌহিদ