যৌন কেলেঙ্কারি, নোবেল পুরস্কার স্থগিত

যৌন কেলেঙ্কারি, নোবেল পুরস্কার স্থগিত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা করেছে সুইডিশ একাডেমি। শুক্রবার এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

সাহিত্যে নোবেল প্রার্থী নির্বাচনের দায়িত্ব নিয়োজিত এক কর্মকর্তার যৌন এবং আর্থিক কেলেঙ্কারি নিয়ে এ সিদ্ধান্ত নেয় সুইডিশ একাডেমি।

১৯০১ সালে নোবেল পুরস্কার চালু করার পর এই প্রথম কেলেঙ্কারির মুখে পড়েছে সুইডিশ একাডেমি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ১৯৪৩ সালে নোবেল পুরস্কার দেওয়া যায়নি। চলতি বছরের সাহিত্য পুরস্কার আগামী বছরের পুরস্কারের সঙ্গে একযোগে দেওয়া হবে বলে সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত নভেম্বরে ‘হ্যাশ ট্যাগ মি টু’‌ ক্যাম্পেইনের সময় সুইডিশ অ্যাকাডেমির ১৮ জন নারীকর্মী যৌন হেনস্থার অভিযোগ আনেন সংস্থাটির আর্নল্ট নামের এক কর্মকর্তার বিরুদ্ধে। ১৯৯৬ থেকে ২০১৭ পর্যন্ত আর্নল্ট  বিভিন্ন সময়ে বহু নারীকর্মীকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

ওই ১৮ জনের মধ্যে দুজন গ্যাব্রিয়েলা হাকানসন এবং এলিজে কার্লসন সংবাদমাধ্যমের সামনে মুখও খোলেন।

পরের দিনই সংস্থার প্রধান সারা জানান, আর্নল্টের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করেছে সুইডিশ একাডেমি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)