কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণের সময় ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহ করতে আবারও ট্রাক সেল চালু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল থেকে এ ট্রাক সেল শুরু হবে সারাদেশে। চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা ও ৫ লিটারের বোতলজাত সয়াবিন ৫০০ টাকা দরে বিক্রি করা হবে। সামাজিক দূরত্ব মেনে এসব পণ্য কেনার কথা টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন:


অক্সিজেন সংকট নেই, তবে রোগী বাড়লে হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

দেশের বাইরে থেকে কোরবানির পশু আসতে দেওয়া হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

রোনালদোকে টপকে গেলেন মেসি, সামনে এখন পেলে

করোনা: ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৩ জনের ৯৬ জনই পুরুষ


টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানিয়েছেন, সোমবার (৫ জুলাই) থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে এ কার্যক্রম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ৬ জুন টিসিবি সাশ্রয়ী মূল্যে সারাদেশে পণ্য বিক্রি শুরু করেছিল, যা চলে ১৭ জুন পর্যন্ত।

news24bd.tv নাজিম