হাসপাতালে রোহিঙ্গা কিশোরীকে গণধর্ষণ

হাসপাতালে রোহিঙ্গা কিশোরীকে গণধর্ষণ

অনলাইন ডেস্ক

কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে এক রোহিঙ্গা রোগীর বোনকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে হাসপাতালটির তিন কর্মচারীকে চাকুরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।

তবে ধর্ষণের কথা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছে, উত্ত্যক্ত করার অভিযোগে ওই তিন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে শহরের হাসপাতাল সড়কে ‘জেনারেল হাসপাতাল কক্সবাজার’ নামের বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।   

চাকুরিচ্যুত কর্মচারীরা হলেন হাসপাতালের সিকিউরিটি ম্যান নুরুল হক (২৬), লিফট ম্যান আতাউর রহমান (২২) ও অফিস সহকারী (পিয়ন) মো. শফি (২০)।

তবে ওই মেয়ের পক্ষ থেকে থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. সেলিম উদ্দিন।

আরও পড়ুন

দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট এর দাপট

পুলিশের হাতে হয়রানির স্বীকার দুই সাংবাদিক

দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে: তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

বিশ্বে আরও ৭ হাজার মৃত্যু

আবারও বিমান হামলা: শেষ কোথায়?

news24bd.tv/এমিজান্নাত