‘ফিলিস্তিনিদের রক্ষার সৌদির দায় নেই’

‘ফিলিস্তিনিদের রক্ষার সৌদির দায় নেই’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি আরব ইসরাইলি দখলদারিত্বের মুখে ফিলিস্তিনিদের রক্ষা করতে বাধ্য নয় বলে দাম্ভিকতার সঙ্গে জানিয়েছেন সৌদি আরবের সাবেক সামরিক কমান্ডার জেনারেল আনোয়ার এশকি।

এছাড়াও তিনি বলেছেন, ইসরাইল নয় বরং ইরানের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযান চালানো উচিত।

আনোয়ার এশকি বর্তমানে সৌদি আরবের ‘মিডল ইস্ট সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

তিনি বিবিসি আরবি বিভাগকে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

ফিলিস্তিনিদের ব্যাপারে করার কিছু নেই মন্তব্য করে এশকি বলেছেন, ফিলিস্তিনিদের রক্ষার বিষয়ে সৌদি আরবের বাড়তি কোনো দায়িত্ব নেই। ফিলিস্তিনিরা যেহেতু সৌদি নাগরিক নন সে কারণে রিয়াদের কাছে থেকে সুরক্ষা পাওয়ার কোনো অধিকার তারা রাখেন না।

আনোয়ার এশকি বলেন, যদি আপনার নিজের এবং প্রতিবেশীর বাড়িতে আগুন লাগে তাহলে আপনি স্বাভাবিকভাবেই নিজের বাড়ির আগুন নেভাতে ছুটে যাবেন।

ফিলিস্তিনিদের রক্ষায় সৌদির দায়িত্বের কথা অস্বীকার করে তিনি বলেন, বাস্তবতা হচ্ছে ইসরাইল কখনো সৌদি আরবে আগ্রাসন চালায়নি, সে কারণে তেল আবিবের বিরুদ্ধে সৌদি আরবের কোনো জবাব দেয়ারও প্রশ্ন নেই।

ইসরাইলের পক্ষে সাফাই গেয়ে সৌদি এ কর্মকর্তা বলেন, ইসরাইলকে নিছক সন্দেহবশত শত্রু ভাবা হয়। জেনারেল এশকি সাম্প্রতিক মাসগুলোতে কয়েকবার ইসরাইল সফর করেছেন।

আঞ্চলিক সংঘাতের জন্য সৌদি এ কর্মকর্তা ইরানকে দায়ী করে বলেন, ইসরাইলের বিরুদ্ধে নয় বরং সৌদি আরবের উচিত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো।

ইসরাইলের সঙ্গে সৌদি আরবের যখন দৃশ্যত সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে তখন জেনারেল এশকি এসব কথা বললেন।  

এর আগে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, শান্তির জন্য ফিলিস্তিনদের মার্কিন পরিকল্পনা মেনে নেওয়া উচিত। না হয় তাদের চুপ থাকতে হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর