ক্রেতা শূন্য দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জ

Other

দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। ঈদুল আযহাকে সামনে রেখে  প্রচুর পণ্য আমদানি করেছেন ব্যবসায়ীরা। তবে লকডাউনের কারণে ক্রেতা শূণ্য থাকায় পণ্য বিক্রি হচ্ছে না। এ অবস্থায় পঁচে যাচ্ছে পেঁয়াজসহ অনান্য পণ্য।

আর্থিক লোকসানের আশঙ্কায়  দিশেহারা আমদানিকারক ও পাইকাররা।

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অতিরিক্ত পণ্য আমদানি করেছেন চাক্তাই খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা। কিন্তু লকডাউনের কারণে খাতুনগঞ্জের পাইকারি বাজার এখন ‘ক্রেতাশূন্য’। নেই শ্রমিকদের চিরচেনা হাঁকডাক | ক্রেতা না থাকায় পঁচে যাচ্ছে পেঁয়াজসহ বিভিন্ন কাঁচামাল।

আমদানিকারকরা বলছেন, আগের এলসি করা পণ্য এখনও আমদানি অব্যাহত থাকলেও বিক্রি না থাকায় হতাশ তারা।

মসলা জাতীয় পণ্যের আমদানি ও মজুদ আছে পর্যাপ্ত তাই ঈদে দাম বাড়ার তেমন কোন সুযোগ নেই বলছেন আমদানিকারকরা।

তবে ক্রেতা শূণ্য হওয়ায় সব ধরনের পণ্যের পাইকারি দাম কেজিতে কমেছে  ১০ থেকে ১২ টাকা পর্যন্ত।

আরও পড়ুন:


তার শরীরী আবেদনে কুপোকাত ভক্তরা

ভারতের সঙ্গে গোপন যোগাযোগ নেই: পাকিস্তান

রাস্তায় বের হওয়ার রাজধানীতে গ্রেপ্তার ৬১৮


news24bd.tv / তৌহিদ

সম্পর্কিত খবর