প্রতিবেশীর শেষকৃত্যে মদ পান করে ১১ জনের মৃত্যু

প্রতিবেশীর শেষকৃত্যে মদ পান করে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রতিবেশীর শেষকৃত্যের অনুষ্ঠানে ঘরে বানানো মদ পান করে বিষক্রিয়ায় ১১ গ্রামবাসীর মৃত্যু হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার একটি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সময় রোববার সেখানকার এক পুলিশ কর্মকর্তা জানান, ঘরে বানানো অ্যালকোহল পান করে সেখানে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

তিনি আরও জানান, গত দু’মাসে কম্বোডিয়া জুড়ে তিনটি আলাদা আলাদা ঘটনায় মেথানলযুক্ত চালের মদ পান করে ৩০ জনেরও বেশি মানুষ মারা গেছে।

এটি একটি অত্যন্ত বিষাক্ত তরল যা অন্ধত্বের কারণ হতে পারে বলে জানা যায়।


আরও পড়ুন:

কুষ্টিয়ায় করোনায় মৃত হিন্দু ব্যক্তির লাশ সৎকার করলেন মুসলিমরা

১২ দিনের মাথায় অন্যের হয়ে জেল খাটা সেই নারীর মৃত্যু

ঈদে এক কোটির বেশি পরিবার পাবে ১০ কেজি করে চাল

করোনায় এতো মৃত্যু এর আগে দেখেনি বাংলাদেশ


প্রসঙ্গ, ওই অঞ্চলে বাণিজ্যিকভাবে উৎপাদিত পানীয়গুলোর সস্তা বিকল্প হিসেবে গ্রাম্য উৎসবে ঘরে তৈরি রাইস ওয়াইন অত্যন্ত জনপ্রিয়। সেই মদ খেয়ে প্রাণহানি বাড়লেও ভ্রুক্ষেপ নেই মদ্যপদের।

news24bd.tv / নকিব