বিধিনিষেধ বাড়ল যে কারণে

বিধিনিষেধ বাড়ল যে কারণে

অনলাইন ডেস্ক

দিন যাচ্ছে আর করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি খারাপ হচ্ছে। প্রতিদিনই বাড়ছে নতুন শনাক্ত ও মৃত্যু। ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার দেশে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ।

সংক্রমণের বর্তমান পরিস্থিতি নাজুক হওয়ায় চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে সরকার।

সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর