রাজধানীর বাড্ডায় লরির ধাক্কায় ইলিয়াস ঢালী (৪৬) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। ইলিয়াস ঢালী বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাঠি গ্রামের বাসিন্দা।
বর্তমানে তিনি মেরুল বাড্ডা আলাতুন্নেছা স্কুলের পাশের গলির একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন।
আজ সকালে মৃত ইলিয়াস ঢালীর চাচাতো ভাই হেমায়েত হোসেন জানান, ইলিয়াস পরিবাগে একটি বেসরকারি কোম্পানির গাড়ির চালক ছিলেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিতসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
দেশে অক্সিজেনের কোনো সংকট নেই: ওবায়দুল কাদের
১৪ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ
আবারও শুরু হচ্ছে টিকার নিবন্ধন, কমছে বয়সসীমা
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে মধ্য বাড্ডা ফুজি টাওয়ারের সামনে থেকে আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
news24bd.tv নাজিম