টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন আইনজীবীরা

টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন আইনজীবীরা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অন্তর্ভুক্ত করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।

আজ রোববার বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মিজানুর রহমান এ বিষয় সংক্রান্ত একটি চিঠি পাঠান। এতে এ তথ্য উল্লেখ করেন তিনি।

চিঠিতে পরিচালক বলেন, কোভিড-১৯ মহামারিতে আইনপেশায় নিয়োজিতরা সংক্রমণের ঝুঁকি নিয়ে আইনসেবা ও পরামর্শ কার্যক্রম চালু রেখেছেন।

তাই এই ধারাবাহিকতা বজায় রাখতে আইনসেবা কার্যক্রম চালু রাখতে সব আইনজীবীকে টিকাদানের আওতায় আনা আবশ্যক।

আরও পড়ুনঃ

অবশেষে ছাড়া পাচ্ছে সুয়েজ খাল আটকে দেয়া সেই জাহাজ

তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে আফগান সেনারা

আবারও আফগানিস্তানে তালিবান শাসন

news24bd.tv/এমিজান্নাত