গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় রিভলবার ও একটি শুটারগানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার আতাইকুলা থানার দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহন শেখের ছেলে রুহুল শেখ (৩৫) ও একই জেলার সাথিয়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আলম মিয়া (৩৬)।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী জানান, গতকাল রাতে র্যাবের একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে দুটি অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করে।
আরও পড়ুন:
দেশে অক্সিজেনের কোনো সংকট নেই: ওবায়দুল কাদের
১৪ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ
আবারও শুরু হচ্ছে টিকার নিবন্ধন, কমছে বয়সসীমা
পরে তাদের থানায় তুলে দেয়া হয়। আসামিদের আজ গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
news24bd.tv নাজিম