গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৪ নমুনা পরীক্ষার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৯৪ জন। যা শনাক্তের হার বিবেচনায় ৫২.৪৩। আর এই ১৯৪ জনের মধ্য থেকে ১৭৬ জন ফরিদপুরের বাকি ১৮ জন রাজবাড়ী ও মাদারীপুর জেলার।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন এবং করোনায় ও উপসর্গ নিয়ে আরো ১০জন মারা গেছে।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানায়, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭৪ টি এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৯৪ জনের । জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৬২২ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৪৬৭ জন।
এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ১২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে দুই জন এবং উপসর্গ নিয়ে আরো দশজন মারা গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ২৬৯ জন।
এদিকে সারাদেশ ব্যাপী লকডাউনের পঞ্চম দিন হলেও ফরিদপুরে ১৫দিন চলছে। জেলায় করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় গত ২১জুন হতে লকডাউন ঘোষনা দেন স্থানীয় জেলা প্রশাসন। তবে আজ সোমবারও সড়কে ছিলো আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে পুলিশ। আর টহলে দেখা গেছে সেনাবাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে।
news24bd.tv/আলী