ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে সাইপ্রাস। রোববার (৪ জুলাই) পর্যন্ত চারজন মারা গেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটির আন্তর্জাতিক সাহায্যের আহ্বানে এরই মধ্যে সহায়তা আসতে শুরু করেছে।
এদিকে, বর্তমানে ব্রিটিশ কলাম্বিয়ায় ১৮০টিরও বেশি দাবানলের সাথে যুদ্ধ করছে কানাডা।
সাইপ্রাসের ইতিহাসে এটাই সবচেয়ে বড় দাবানল। প্রচণ্ড বাতাসের কারণে বেড়েই চলেছে আগুন। এরইমধ্যে প্রাণহানি হয়ে গেছে বেশ কয়েকজনের। চরম এই সংকটে দেশটিকে সাহায্য করার কথা জানিয়েছে গ্রিস ইতালি ও ইসরায়েল। ব্রিটিশ সেনারাও শুরু করেছে আগুন নিয়ন্ত্রণের কাজ। আগুন লাগানোর সন্দেহে সাইপ্রাসে ৬৭ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন:
দেশে অক্সিজেনের কোনো সংকট নেই: ওবায়দুল কাদের
১৪ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ
আবারও শুরু হচ্ছে টিকার নিবন্ধন, কমছে বয়সসীমা
এদিকে, প্রচণ্ড তাপদাহের মধ্যেই কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে এখনও সক্রিয় রয়েছে শতাধিক দাবানল। দুর্যোগপ্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে সরকার। ক্যারিবিয়ানে হারিকেন ঝড় এলসার আঘাতে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে কিউবায়।
অন্যদিকে, জাপানের সমুদ্রতীরবর্তী শহর আটামিতে বৃষ্টি ও ভূমিধসে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। অব্যাহত রয়েছে উদ্ধারকাজ।
news24bd.tv নাজিম