জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে আসন্ন ঈদুল আজহার ছুটিতেও বিধিনিষেধ থাকবে।
তিনি বলেন, ঈদের আগেও চলমান বিধিনিষেধ থাকবে কি না, সেটা পরিস্থিতি বিবেচনায় জানানো হবে। এখন যে ১৪ দিনের বিধিনিষেধ চলছে, তা পর্যবেক্ষণ করে দেখা হবে। তবে কিছু বিধিনিষেধ অবশ্যই থাকবে।
আজ সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, এবার ডিজিটাল অর্থাৎ অনলাইন কোরবানির হাটের ওপর অধিক গুরুত্ব দেওয়া হবে। মানুষ যাতে সেখানে ঝামেলাবিহীন কেনাকাটা করতে পারে, সে ব্যবস্থা করে দেওয়া হবে। দাম ও ওজনের সমন্বয় যেন বজায় থাকে সেদিকে খেয়াল রাখা হবে। প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা রাখা হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে । নির্দিষ্টসংখ্যক মানুষের বাইরে কেউ প্রবেশ করতে পারবেন না।
আরও পড়ুনঃ
আপনি তো বাংলাদেশের মাল, তো আপনি কি বাদ কোয়ালিটির?
টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন আইনজীবীরা
ভয়াবহ ভবিষ্যতের দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি
news24bd.tv/এমিজান্নাত