নির্দিষ্ট সময়সীমার মধ্যেই মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনাকে আফগানিস্তান ছাড়তে হবে বলে হুশিয়ারী দিয়েছে তালেবান।
এমনকি নির্ধারিত সময়ের পর আফগানিস্তান থেকে যাওয়া সেনাদেরকে দখলদার হিসেবে বিবেচনা করা হবে বলেও ঘোষণা দিয়েছে তারা। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত সকল দেশ। তবে কূটনৈতিক মিশন রক্ষায় প্রায় এক হাজার মার্কিন সেনা দেশটিতে থেকে যেতে পারে বলে জানা যাওয়ার পর পর এই হুঁশিয়ারি দিলো তালেবান।
এদিকে দেশটিতে ন্যাটোর সামরিক মিশন বন্ধের সাথে সহিংসতা ক্রমেই বাড়ছে, এবং তালেবান একের পর এক ভূখণ্ড নিজেদের দখলে নিচ্ছে। এরিমাঝে রাজধানী কাবুলসহ ১১০টি জেলা দখলে নিয়েছে তালেবান।
আরও পড়ুনঃ
ঈদে অবশ্যই বিধিনিষেধ থাকবে: প্রতিমন্ত্রী
আপনি তো বাংলাদেশের মাল, তো আপনি কি বাদ কোয়ালিটির?
টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন আইনজীবীরা
ভয়াবহ ভবিষ্যতের দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি
news24bd.tv/এমিজান্নাত