অন্যের হক নষ্টকারীকে আল্লাহ মাফ করবেন কি?

অন্যের হক নষ্টকারীকে আল্লাহ মাফ করবেন কি?

অনলাইন ডেস্ক

আল্লাহ তায়ালা বলেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন-সম্পদের কিয়দংশ জেনে-শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকের কাছে পেশ করো না।   (সূরা আল-বাকারা, আয়াত-১৮৮)

আরও বর্ণিত আছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন,  তোমরা আমানতকে তার মালিকের কাছে প্রত্যার্পণ করো বা ফেরত দাও।   (সূরা আন-নিসা, আয়াত-৫৮)

প্রকৃত ইমানদার হওয়ার আলামত হল আমানত রক্ষা করা।   এ সম্বন্ধে আল্লাহ তায়ালা বলেন, আর (তারাই প্রকৃত মুমিন) যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে।

(সূরা আল-মুমিনুন, আয়াত-৮)।

আরও পড়ুন: 


দেশে অক্সিজেনের কোনো সংকট নেই: ওবায়দুল কাদের

১৪ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ

বিধিনিষেধ বাড়ল যে কারণে

আবারও শুরু হচ্ছে টিকার নিবন্ধন, কমছে বয়সসীমা


যারা অন্যের হক নষ্ট করে তাদেরকে মহান আল্লাহ অপচ্ছন্দ করেন। শুধু তাই নয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এখন প্রশ্ন হলো অন্যের হক নষ্টকারীকে আল্লাহ মাফ করবেন কি?

উত্তরটি জানতে এখানে ক্লিক করুন:

news24bd.tv নাজিম