হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়।  

পাম্প থেকে গ্যাস নিতে রাস্তা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা সিএনজি অটোরিকশা থেমে থাকার প্রতিবাদে শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক গ্রুপ।

সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, দীর্ঘদিন ধরেই সিএনজি অটোরিকশাগুলো হবিগঞ্জ শহরের প্রবেশদ্বার পোদ্দারবাড়ি এলাকায় মেইন রোড ও বাইপাস সড়কে ঘণ্টার পর ঘণ্টা গ্যাস নেয়ার জন্য অপেক্ষা করে।

ফলে হবিগঞ্জ-সিলেট এবং হবিগঞ্জ-ঢাকা সড়কের বাসগুলো ঠিকমতো চলাচল করতে পারে না।

তিনি বলেন, এসব সড়কে বাস চলাচলের জন্য একটি নির্দিষ্ট সময় দেয়া থাকলেও গাড়িগুলো কখনই সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেনা। ইতোপূর্বে বিষয়টি নিয়ে রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) সভায় সিদ্ধান্ত নেয়া হয় তারা যেন মেইন রোডে দাঁড়ায়।

কিন্তু এ সিদ্ধান্ত নেয়ার পরও তারা তা মানছে না।

বিষয়টি প্রশাসনকে জানানো হলে তারাও কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জেলার অভ্যন্তরীণসহ সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর