জার্মানিতে টিকা না নিলে শাস্তির আলোচনা রাজনৈতিক দলের

জার্মানিতে টিকা না নিলে শাস্তির আলোচনা রাজনৈতিক দলের

অনলাইন ডেস্ক

জার্মানির নাগরিকরা সঠিক সময়ে কোভিড টিকা না নিলে  শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন  দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা।

দেশটির শাসক জোটের শরিক দলের স্বাস্থ্য বিশেষজ্ঞ কার্ল লাউটারবাখ টিকার অ্যাপয়েন্টমেন্ট বাতিলের শাস্তি হিসেবে আর্থিক জরিমানার ডাক দিয়ে বলেছেন, এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের কারণে মূল্যবান টিকা ফেলে দিতে হতে পারে।

তিনি নিজে এক টিকাদান কেন্দ্রে কাজ করে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন।

জার্মানিতে ইতিমধ্যে ৫৫ শতাংশেরও বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং প্রায় ৪০ শতাংশ সব ডোজ পেয়ে গেছেন।

অনেকে আবার শাস্তির বদলে প্রণোদনার মাধ্যমে দ্রুত আরও বেশি মানুষের মনে টিকা সম্পর্কে উৎসাহ বাড়ানোর প্রস্তাব দিচ্ছেন।  

সিডিইউ দলের নেতা ও আগামী নির্বাচনে চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেট বলেন, জরিমানার মাধ্যমে সংহতিবোধ জাগানো যায় না।

news24bd.tv/আলী