হাসিল ছাড়া গরু কিনলে কোরবানি আদায় হবে কি?

হাসিল ছাড়া গরু কিনলে কোরবানি আদায় হবে কি?

অনলাইন ডেস্ক

অনলাইনে যারা কোরবানির ডিজিটাল হাট থেকে গরু কিনবেন তাদের ডিএনসিসিতে কোনো হাসিল দিতে হবে না। তবে যারা হাটে গিয়ে সশরীরে গরু কিনবেন তাদের অবশ্যই হাসিল দিতে হবে। এমনটা বলেছেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

কিন্তু কথা হলো- অনেকেই কোরবানির সময় আমরা কোরবানির পশু কিনতে হাটে যায়।

প্রতিটি পশু কেনার পর হাসিল দিতে হয়। যারা হাসিল উসুল করে থাকেন, তারা বলেন- হাসিল না দিলে কোরবানি আদায় হবে না।

এখন অনেকের জানার বিষয় হচ্ছে- হাসিল কি কোরবানির পশুর হক নাকি হাটের ট্যাক্স? কেউ যদি হাসিলের টাকা না দিয়ে পশু নিয়ে চলে আসে, তাহলে তার কোরবানিতে কোনো সমস্যা হবে কিনা?

এটার উত্তর হলো—

হাসিলের নামে যে টাকা নেওয়া হয়, সেটা পশুর হাটের ভাড়া। হাট কর্তৃপক্ষের হক এটি; হাটের সুবিধা গ্রহণের বিনিময়ে এটা নেওয়া হয়ে থাকে।

তাই এ টাকা পরিশোধ করা জরুরি। তাই কেউ হাসিল না দিয়ে— পশু নিয়ে এলে, হাট কর্তৃপক্ষের হক নষ্ট করার কারণে গুনাহগার হবে। অতএব, কেউ হাসিল না দিয়ে থাকলে, তার কর্তব্য হলো- হাট কর্তৃপক্ষের কাছে তা পৌঁছে দেওয়া।


আরও পড়ুনঃ

অবশেষে ছাড়া পাচ্ছে সুয়েজ খাল আটকে দেয়া সেই জাহাজ

পুরুষদের দাড়ি রাখতেই হবে, একা বের হতে পারবেন না নারীরা

তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে আফগান সেনারা

আবারও আফগানিস্তানে তালিবান শাসন


আর কেউ যদি হাসিল না দিয়ে কোরবানি করে, তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। তবে হাট কর্তৃপক্ষের হক আদায় না করার কারণে গুনাহগার হবে।

দেশের প্রখ্যাত আলেম ও হাদিসবিশারদ মাওলানা আবদুল মালিক হাফিজাহুল্লাহুর ফতওয়া অবলম্বনে।

news24bd.tv / নকিব