ইরান-সিরিয়া সম্পর্ক আরও শক্তিশালি করার আশাবাদ

ইরান-সিরিয়া সম্পর্ক আরও শক্তিশালি করার আশাবাদ

অনলাইন ডেস্ক

ইরান ও সিরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতীম সম্পর্ক আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের নির্বাচিত-প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। দুই নেতা সোমবার সন্ধ্যায় এক টেলিফোনালাপে এই আগ্রহ প্রকাশ করেন।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরানে গত ১৮ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় রায়িসি’কে অভিনন্দন জানানোর জন্য তাকে টেলিফোন করেন।

তিনি বলেন, ইব্রাহিম রায়িসির নেতৃত্বে ইরান উন্নতি ও অগ্রগতির দিকে আরো বেশ খানিকটা এগিয়ে যাবে বলে তিনি আশা করছেন।

বাশার আল-আসাদ সকল ক্ষেত্রে ইরানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।


আরও পড়ুনঃ

অবশেষে ছাড়া পাচ্ছে সুয়েজ খাল আটকে দেয়া সেই জাহাজ

পুরুষদের দাড়ি রাখতেই হবে, একা বের হতে পারবেন না নারীরা

তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে আফগান সেনারা

আবারও আফগানিস্তানে তালিবান শাসন


টেলিফোনালাপে রায়িসি ও আসাদ দু’দেশের মধ্যকার সহযোগিতা আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সিরিয়ার সঙ্গে কয়েক দশক ধরে ইরানের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হলে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হতে দামেস্ককে সাহায্য করে তেহরান।

news24bd.tv / নকিব