নোয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৩৪

নোয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৩৪

Other

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৭ জনে। জেলায় নতুন করে আরও ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৩৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৫৯ শতাংশ।

মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মাসুম ইফতেখার বলেন, ‘নতুন শনাক্ত ১৩৪ জনের মধ্যে সদর উপজেলায় ৩৫ জন, সুবর্ণচরে ছয় জন, বেগমগঞ্জে ১৯ জন, সোনাইমুড়ীতে ১২ জন, চাটখিল ১০ জন, সেনবাগে নয় জন, কোম্পানীগঞ্জে ২৮ জন ও কবিরহাটে ১৫ জন রয়েছেন। ’

আরও পড়ুন


দুর্যোগে নেতাকর্মী ও সামর্থ্যবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান ওবায়দুল কাদেরের

ঘরে বসে ‘নগদ’-এ দিন ভিসা-ক্রেডিট কার্ডের বিল, আছে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

‘৫ হাজার ইসরাইলিকে নাগরিকত্ব দিয়ে ‌‘বিশ্বাসঘাতকতা' করেছে আমিরাত’

মার্কিন দূতাবাসে ড্রোন হামলা: ভূপাতিত করা নিয়ে বিভ্রান্তি


এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ১১ হাজার ৮৩৬ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনসহ জেলায় করোনায় আক্রান্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে সদর উপজেলার ২৭ জন, সুবর্ণচরের চার জন, বেগমগঞ্জের ৫০ জন, সোনাইমুড়ীতে আট জন, চাটখিলের ১৪ জন, সেনবাগের ২০ জন, কোম্পানীগঞ্জের চার জন এবং কবিরহাটের ২০ জন।

এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত হাজার ৫৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৯৬ শতাংশ।

news24bd.tv এসএম