কার হাতে উঠতে যাচ্ছে শিরোপা

কার হাতে উঠতে যাচ্ছে শিরোপা

অনলাইন ডেস্ক

প্রায় শেষ হয়ে এলো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। ৫১ ম্যাচের ৪৮টিই হয়ে গেছে। আসরও সীমিত হয়ে এসেছে। এবার হিসাব মিলিয়ে নেওয়ার সময়, কার হাতে উঠতে যাচ্ছে ইউরোপিয়ান শিরোপা।

ইউরোর প্রথম পর্ব থেকেই খেল দেখিয়ে সেমিফাইনালে জায়গা করেছে নিয়েছে ইতালি। প্রতিপক্ষকে নাজেহাল করেছে শুরু থেকেই। নকআউটে অস্ট্রিয়া আর বেলজিয়াম কাছে কঠিন পরীক্ষার দিলেও মানচিনি শিষ্যরা ছিলেন জয়ের কক্ষপথে।

আর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তরাও উদ্বিগ্ন রাত কাটাচ্ছেন।

তাই খেলা চলমান থাকলেও ম্যাচ মিস করেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে এই ম্যাচটা হতে যাচ্ছে এবারের আসরের অন্যতম সেরা!

তিনি বলেন, ইতালি স্পেন সবাই দারুণ খেলেছে এবার। আর যোগ্য দল বলেই জায়গা করেছে সেমিফাইনালে। এই ম্যাচে অসাধারণ একটি লড়াই হবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ

যৌথ মহড়ায় অংশ নিতে ইসরাইলে মরক্কোর বিমান

অবশেষে ছাড়া পাচ্ছে সুয়েজ খাল আটকে দেয়া সেই জাহাজ

পুরুষদের দাড়ি রাখতেই হবে, একা বের হতে পারবেন না নারীরা

পাকুয়েতার একমাত্র গোলে ফাইনালে ব্রাজিল (ভিডিও)

news24bd.tv/এমিজান্নাত