১ জুলাই  সংক্রমনের হার ছিল ২৫.৯০ ; আর গতকাল ২৯.৩০!

১ জুলাই সংক্রমনের হার ছিল ২৫.৯০ ; আর গতকাল ২৯.৩০!

Other

কঠোর বিধিনিষেধের প্রথম দিন ১ জুলাই  সংক্রমনের হার ছিল ২৫.৯০ ; আর গতকাল ২৯.৩০!

অথচ কোটি মানুষের জীবন বন্ধ করে এই "লকডাউনের" লক্ষ্য হচ্ছে সংক্রমনের হার ৫ শতাংশের নিচে নামিয়ে নিয়ে আসা ! এক সপ্তাহেই  নেমে আসবে তেমনও নয় ...মোটেই ...তবে নিয়ন্ত্রনের ফলাফলটা জানান দেবে ত ?
 
তারমানে আমরা দরোজায় খিল দিয়ে অসংখ্য জানালা খুলে রেখেছি !
 
বিশেষজ্ঞরা বলছেন "লকডাউন" সংক্রমন রুখে দেয়ার শেষ উপায়ের প্রথম ধাপ ! 
একই সংগে লাগবে জন সচেতনতা ...জন সম্পৃক্ততা !

লাগবে বিপুল এক জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা ! হাসপাতাল সেবার পরিধি বাড়ানো ...লম্বা তালিকা ! 
জনগনের পক্ষে জনপ্রতিনিধিদেরও ত সে কাজে সরাসরি সম্পৃক্ত হবার কথা ! সকল জনপ্রতিনিধিরা সত্যিই মাঠে নেমেছেন ? 

আইন শৃংখলা বাহিনী তার সেরাটা দিচ্ছেন ...কিন্তু "লকডাউন" পুরো সফল না হলে কতবার আর লকডাউন দিতে হবে ? তার সামষ্টিক খরচ আর ক্ষতির পরিমান বনাম সফলতার হার কত ?

লেখাটি শাকিল আহমেদ-এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

 

আরও পড়ুনঃ

যৌথ মহড়ায় অংশ নিতে ইসরাইলে মরক্কোর বিমান

কার হাতে উঠতে যাচ্ছে শিরোপা

পুরুষদের দাড়ি রাখতেই হবে, একা বের হতে পারবেন না নারীরা

পাকুয়েতার একমাত্র গোলে ফাইনালে ব্রাজিল (ভিডিও)

news24bd.tv/এমিজান্নাত