কুমিল্লার মনোহরগঞ্জে বিচারের রায় পছন্দ না হওয়ায় মো. আবদুর রহিম (৩৮) নামে এক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (০৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ধিকচান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম ধিকচান্দা গ্রামের জায়েদ আলীর ছেলে। তিনি ঝলম উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
ঝলম উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ধিকচান্দা গ্রামে একটি পুকুর ইজারা সংক্রান্ত জটিলতার সমাধান করে দেন ইউপি সদস্য মো. আবদুর রহিম। কিন্তু রায় পছন্দ না হওয়ায় তার ওপর ঘাতক রহমত আলী বেশ ক্ষুব্ধ ছিল।
সোমবার (০৫ জুলাই) রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সকালে আবদুর রহিমকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেন রহমত আলী। এ সময় এলাকাবাসী রহমতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। শুনেছি তার অবস্থা গুরুতর। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বলেন, রামদা দিয়ে কুপিয়ে আবদুর রহিমের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘাতক আমাদের হেফাজতে চিকিৎসাধীন আছে।