ছাত্রকে পিটিয়ে কারাগারে শিক্ষক

ছাত্রকে পিটিয়ে কারাগারে শিক্ষক

অনলাইন ডেস্ক

প্রাইভেট পড়তে গিয়ে ছাত্রকে বেধড়ক পেটানোর ঘটনায় শাহ আলম নামের এক শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

এর আগে সোমবার (০৫ জুলাই) রাতে ওই শিক্ষার্থীর পিতা মো. সেলিম উদ্দিন ফেনী মডেল থানায় মামলা করলে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, শিক্ষার্থী ফজলুল আহমদ আদর সোমবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে অঙ্ক ভুল করায় পিটিয়ে মারাত্মক আহত করেন শিক্ষক শাহ আলম।

এ বিষয়ে শিক্ষার্থীর বাবা মোহাম্মদ সেলিম উদ্দিন থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের যে কথা হলো

করোনায় দেশের অবস্থা খুবই খারাপ: প্রধান বিচারপতি

কার হাতে উঠতে যাচ্ছে শিরোপা

খুলনায় একদিনে ৪০ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড


শিক্ষার্থীর বাবা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, করোনা মহামারিতে দীর্ঘ সময় স্কুল-কলেজ বন্ধ থাকলেও শাহ আলম তার ডাক্তারপাড়ার বাসায় প্রতিদিন ৩০ জন করে তিন ব্যাচে ৯০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান। প্রাইভেটে অঙ্ক ভুল করলে আদরকে পিটিয়ে আহত করেন ওই শিক্ষক।

news24bd.tv নাজিম