আবারও স্কুল থেকে ১৪০ শিক্ষার্থী অপহরণ

আবারও স্কুল থেকে ১৪০ শিক্ষার্থী অপহরণ

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ায় একটি স্কুলে হামলা চালিয়ে কিছু অজ্ঞাত বন্দুকধারী কমপক্ষে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।

উত্তর পশ্চিম নাইজেরিয়ার একটি বোর্ডিং স্কুলে হামলা চালায় একদল বন্দুকধারী। তারা স্কুলের পাঁচিল টপকে ভেতরে ঢুকে এই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।

তবে নিরাপত্তাবাহিনী অথবা স্কুলের দায়িত্বে থাকা কেউ হামলাকারীদের দেখতে পায়নি বলে জনিয়েছেন।

এদিকে, বেথেল ব্যাপটিস্ট হাই স্কুল নামক ওই বিদ্যালয়ের একজন শিক্ষক ইমানুয়েল পল গণমাধ্যমকে জানিয়েছেন, হামলার সময় ২৫ জন শিক্ষার্থীলুকিয়ে পড়ে। শুধু তারাই বন্দুকধারীদের হাত থেকে রক্ষা পায়। তবে সেখানে ঠিক কতজন শিক্ষার্থী ছিলো সে সম্পর্কে কিছু জানায়নি স্কুল কর্তৃপক্ষ।

দেশটির পুলিশ জানিয়েছে, তাদের একটি দল ওই দুর্বৃত্তদের পিছনে ধাওয়া করেছে। এখনো অপারেশন চলছে, তাই বিস্তারিত কিছু জানানো হবে না। তবে সংশ্লিষ্ট ঘটনার পেছনে দেশটির জঙ্গিগোষ্ঠী বোকো হারাম যুক্ত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুনঃ

করোনা থেকে সুস্থ হয়েও মৃত্যুবরণ করলো বাংলাদেশি যুবক

১ জুলাই সংক্রমনের হার ছিল ২৫.৯০ ; আর গতকাল ২৯.৩০! 

মগবাজার বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

কার হাতে উঠতে যাচ্ছে শিরোপা

news24bd.tv/এমিজান্নাত

এই রকম আরও টপিক