সৌদি আরবের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে: ইরান

সৌদি আরবের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে: ইরান

অনলাইন ডেস্ক

ইরানের সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, সৌদি আরবের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। মতপার্থক্য নিরসনে ভবিষ্যতেও এই আলোচনা অব্যাহত থাকবে।

তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে রাবিয়ি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় বিশ্বাসী। এই নীতির অংশ হিসেবেই সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং মতবিরোধ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এই আলোচনা চালিয়ে যাবে তেহরান।

তিনি বলেন, কিছু বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। এগুলোর কোনো কোনোটি জটিল। এ কারণে এগুলোর সমাধানে কিছুটা সময় লাগতে পারে।

তিনি বলেন, বিজাতীয় শক্তিগুলো যাতে নিরাপত্তার অজুহাতে এই অঞ্চলে নিজেদের উপস্থিতি জোরদার করতে না পারে সে জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক জরুরি।

অস্ট্রিয়ার ভিয়েনায় পরমাণু বিষয়ক আলোচনা প্রসঙ্গে আলী রাবিয়ি বলেন, ভিয়েনা আলোচনায় কোনো কোনো ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। তবে এখনও কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। তবে এই মতপার্থক্যের অর্থ এই নয় যে, আলোচনা অচলাবস্থার সম্মুখীন হয়েছে।

আরও পড়ুন:


গত ২৪ ঘণ্টায় ১৬৩ জনের মৃত্যু

রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল

দেশে আবারও করোনা শনাক্তের রেকর্ড


news24bd.tv / তৌহিদ

সম্পর্কিত খবর