রাত ১টায় স্পেন ও ইতালির লড়াই

অনলাইন ডেস্ক

ইউরো ২০২০ আসরের প্রথম সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট ইতালি ও স্পেন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি ‍শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ম্যাচের আগে স্পেনের বিপক্ষে নিজেদের ফেভারিট মানতে নারাজ ইতালির সেন্টার হাফ বনুচ্চি। অন্যদিকে, জয়ের দিকে লক্ষ্য রেখেই মাঠে নামার কথা জানিয়েছেন স্পেনের কোচ লুইস এনরিকে।

 

ইউরো ২০২০ আসরে দারুন ছন্দে রয়েছে ইতালি। ইউরোপিয়ান কম্পিটিশনের বাছাইপর্ব ও মুল পর্ব মিলে একমাত্র দল হিসেবে টানা ১৫ জয়ের রেকর্ড গড়েছে রবার্তো মানচিনির শিষ্যরা। আর, চতুর্থ দল হিসেবে ইউরোর মুল পর্বে টানা ৫ জয়ে সেমির টিকেট পেয়েছে তারা। তবে, স্পেনের বিপক্ষে সবশেষ ১৪ দেখায় মোটে ২ ম্যাচে জয় পেয়েছে তারা।

অবশ্য ইউরো ও বিশ্বকাপের ৯ দেখায় স্প্যানিশদের ১ জয়ের বিপরীতে ইতালি জিতে নিয়েছে ৪ ম্যাচ। এরপরো ম্যাচে নিজেদের ফেভারিট হিসেবে মানতে নারাজ দলটির সেন্টার হাফ লিওনার্দো বনুচ্চি।

আমার মনে হয়না এই ম্যাচে কেউ ফেভারিট হিসেবে মাঠে নামবে। সাম্প্রতিক সময়ে আমাদের ফলাফল বেশ ভালো। স্পেনের কিছুটা ইস্যু থাকলেও সেটা বড় বিষয় নয়। আমাদের মনযোগের শতভাগ মাঠে দিতে হবে। তাদের হারাতে হলে আরো উন্নতি করতে হবে। নিজেদের শতভাগ দিতে পারলে আমরা যোগ্য দল হিসেবেই ফাইনাল খেলতে পারবো।

এদিকে, গ্রুপ পর্বে সুইডেনের পেছনে থেকে নকআউট পর্বে আসলেও, রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-২ গোল বিদ্ধস্ত করে শেষ আটে পা রাখে স্পেন। তবে, সেমির টিকেট পেতে বেশ বেগ পেতে জয় লা রোজাদের। সুইজারল্যান্ডের বিপক্ষে কাঙ্খিত জয় মেলে টাইব্রেকারে। ফাইনালের  বিপক্ষে তাদের বড় বাধা ইতালি। নিজেদের সেরাটা দিয়েই সে বাধা পেরুতে চান স্পেনের কোচ লুইস এনরিকে।

গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে যে মানষিকতা নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, এই ম্যাচেও একই মানসিকতা নিয়েই মাঠে নামবো আমরা। সে ম্যাচে আমাদের জয় প্রয়োজন ছিলো পরবর্তী রাউন্ডের জন্য। ফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচেও আমাদের জয় প্রয়োজন। সকল মনযোগ মাঠে থাকবে। বল দখল, এটাক ও ডিফেন্স তিন বিভাগেই সমান ভাবে ভালো করতে হবে। তাহলে ফলাফলটা নিজেদের দিতে আনা সম্ভব।

স্প্যানিশদের পরাস্ত করে ফাইনালে পা রাখবে ইতালি, নাকি শেস হাসি হাসবে লা রোজারা তা জানার জন্য চোঁখ রাখতে হবে ৯০ মিনিটে।

news24bd.tv/আলী