বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে খুলনায় শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা

Other

করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা। তাদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে মানুষের।

খুলনার সরকারি-বেসরকারি চারটি হাসপাতালে প্রতিদিন গড়ে চারশ’র বেশি  রোগী ভর্তি হয়। এদের মধ্যে হাসপাতালের সেন্ট্রাল লিকুইড প্ল্যান্ট থেকে ১৮৫ জনকে অক্সিজেন সেবা দেওয়া যায়।

বাকি রোগীদের অক্সিজেন দেয়া হয় সিলিন্ডারের মাধ্যমে। কিন্তু অনেক সময় রোগীর চাপ, অক্সিজেন সিলিন্ডারের সংকট ও সিলিন্ডার রিফিলের সময় ভোগান্তি বাড়ে। এছাড়া হাসপাতালে ভর্তি হতে না পেরে অনেক রোগী বাড়িতেই চিকিৎসা নেয়। জরুরি অবস্থায় অক্সিজেন সংকটে তারাও পড়ে ভোগান্তিতে।
 

এ অবস্থায় অক্সিজেন সংকট কমাতে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছেন। এদের মধ্যে খুলনা জিলা স্কুল এ্যালামনাই এসোসিয়েশন, নগরীর দোলখোলা রোডে চালু করেছে ‘ফ্রি অক্সিজেন সার্ভিস’। হটলাইনে ফোন পেয়ে রোগীর বাসায় অক্সিজেন পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অনেকে আবার সংগঠনের অফিস থেকেও অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করছেন।

এদিকে এই মানবিক উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা।

করোনাকালীন অক্সিজেনের তীব্র সংকটে এগিয়ে আসায় সংগঠনটি এরই মধ্যে মানুষের অন্যতম ভরসার জায়গায় পরিণত হয়েছে।

news24bd.tv/আলী