কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আর নেই

কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আর নেই

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আর নেই (ইন্না...রাজিউন)। মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, দেশের বামপন্থী আন্দোলনের অসাধারণ ব্যক্তিত্ব কমরেড মুবিনুল হায়দার চৌধুরী মরদেহ একটি বেসরকারি হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে।

মুবিনুল হায়দারের শেষ ইচ্ছা অনুসারে বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগে তার দেহ হস্তান্তর করা হবে। চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য তিনি তার দেহ দান করে গেছেন।  

এর আগে ওই দিন দুপুর ১২টায় ঢাকা মেডিকেল চত্তরে শহীদ ডা. মিলনের সমাধিস্থলে বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।

কমরেড মুবিনুল হায়দারের মৃত্যুতে তিনদিন ব্যাপী শোক পালনের কর্মসূচী ঘোষণা দিয়েছে বাসদ (মার্কসবাদী)।

সকল দলীয় কার্যালয়ে এই তিন দিন পার্টি পতাকা অর্ধনমিত থাকবে।

news24bd.tv/আলী